Loading...
আরিফ মজুমদার
লেখকের জীবনী
আরিফ মজুমদার (Arif Mojumdar)

ইংরেজি বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। লেখালেখির হাতেখড়ি কলেজ জীবনের শুতেই। ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়া। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতা এবং আইন বিষয়েও পড়েছেন। গল্প-উপন্যাস লেখার প্রতি রয়েছে তার আগ্রহপ্রবণতা। মাঝে-মধ্যে দু’চার লাইন গানের কথা। লেখালেখিটা তার অবসর সময়ের কাজও বটে। সমকালীন ইস্যু নিয়ে প্রায় সময় পত্র-পত্রিকায় লিখে থাকেন। 'অনাকাঙ্ক্ষিনী’ উপন্যাসটি প্রকাশের পর পাঠকদের কাছ থেকে লেখালেখির প্রতি আরও উৎসাহ পেয়েছেন। লেখকের জন্মস্থান চাঁদপুর সদর জেলায়। বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় সহ-সম্পাদক পথে কর্মরত।