Loading...
আরাফাত শাহীন
লেখকের জীবনী
আরাফাত শাহীন (Arafat Shaheen)

জন্ম ১৯৯৬ সালের ৭ ডিসেম্বর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামে। পড়াশোনার সূচনা নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১২ সালে এসএসসি এবং নহাটা আইডিয়াল কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স শেষ করে এখন একই বিভাগে মাস্টার্স করছেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ। বর্তমানে দেশের প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিকে শিশুদের জন্য গল্প, ছড়া লেখার পাশাপাশি প্রবন্ধ, কলাম, ছোটগল্প, ফিচার প্রভৃতি লিখে চলেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দৈনিকে কলাম লিখে বেশ পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে 'গল্পকার' পত্রিকা থেকে ছোটগল্পের জন্য 'তরুণ গল্পকার' পুরস্কার এবং ২০১৮ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে 'তরুণ কলামিস্ট' পুরস্কার পেয়েছেন। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত 'লাল সবুজের গল্প' তার প্রথম একক গ্রন্থ।

আরাফাত শাহীন এর বইসমূহ