Loading...
আরণ্য সুজন
লেখকের জীবনী
আরণ্য সুজন (Aronyo Sujon)

পিতৃভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। বাংলা মায়ের প্রকৃতির রাজকন্যা-পাহাড়, নদী-নালা, অরণ্য আর ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর এক অপূর্ব লীলাভূমি-পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নৈসর্গিক উপত্যকায় জন্ম। স্কুল-কলেজের পড়াশোনা সেখানেই। ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করে মাস্টার্সের শেষ পর্যায়ে এসেও শেষ করা হয়নি। গ্রেট ব্রিটেন থেকে এমবিএ। কর্মরত রয়েছেন- নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এ। প্রথম উপন্যাস ‘মধ্যরাতের সূর্য’ এর পাঠক- প্রিয়তার ধারাবাহিকতায় একই বছর প্রকাশ হয়েছে লেখকের ছোট গল্পের বই ‘দুই দুগুণে এক’। ব্যাপক পাঠকপ্রিয়তা ধরে রাখে এই বইটিও। ‘নিষ্ফলা বুকের জমিন’ লেখকের দ্বিতীয় উপন্যাস। প্রকাশিত তৃতীয় বই।