Loading...
আয়েশা সিদ্দিকী শেলী
লেখকের জীবনী
আয়েশা সিদ্দিকী শেলী (Ayesha Shiddiki Sheli)

জন্ম ১০ই অক্টোবর মাগুরা জেলার দ্বারিয়াপুর গ্রামে। পিত্রালয় : হিতামপুর, ঝিনাইদহ। স্কুল জীবন কেটেছে দ্বারিয়াপুর ও সম্মিলনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। কলেজ জীবন মাগুরা জেলার শ্রীপুর কলেজে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লােক প্রশাসন বিভাগ থেকে বিএসএস অনার্সসহ এমএসএস শেষ করার সঙ্গে সঙ্গেই বিসিএস করে ক্যাডারের ১৮তম ব্যাচে সহকারী কর কমিশনার হিসাবে যােগদান। বর্তমানে ডেপুটি কর কমিশনার হিসাবে কর অঞ্চল-৫ ঢাকার কর্মরত। ছােটবেলা থেকেই সাহিত্য পাঠে বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের প্রতি গভীর অনুরাগ। ছাত্রজীবন থেকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন সাময়িকীতে কবিতা লেখা শুরু। কবিতার বই-এর প্রথম প্রকাশনা এটিই। পাঠক হিসেবে প্রিয় কবিতা, ধর্মবিষয়ক গ্রন্থ, কল্পনা বিজ্ঞান আর রম্য উপন্যাস। নিজস্ব উপলব্ধি, ভাবনার জটিলতা, কল্পনা বিলাস আর বিশ্বাসই বারবার ঘুরে ফিরে এসেছে কবিতার কথামালায়।