Loading...
আয়েশা ফয়েজ
লেখকের জীবনী
আয়েশা ফয়েজ (Aysha Foyaj)

জন্ম ১৯৩০ সালের ২৩ মার্চ, মোহনগঞ্জে। খুব শখ ছিল তার পড়াশোনা করার, ক্লাস টুতে বৃত্তিও পেয়েছিলেন। সেই সময় পড়াশোনার চল ছিল না বলে তা হয়ে ওঠেনি। বিয়ের পর লেখক স্বামীর উৎসাহে বেগম ও ডিটকেটিভ পত্রিকায় কিছু গল্প লিখেছেন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে স্বামীর মৃত্যুর পর শুরু হয় তার ভয়াবহ জীবন। কঠিন সংগ্রামে তার ছয় ছেলেমেয়েকে মানুষ করেছেন। তার ছেলেমেয়েরা এখনো বলে, ‘মা না থাকলে আমরা ভেসে যেতাম!' মহীয়সী এই নারী মারা যান। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর |

আয়েশা ফয়েজ এর বইসমূহ