Loading...
আবুল কালাম
লেখকের জীবনী
আবুল কালাম (Abul Kalam)

লেখক পরিচিতি আবুল কালাম কিশােরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন মিরেরগাঁও গ্রামে ২৭/০৭/১৯৮০ইং তারিখে জন্ম গ্রহণ করেন। ১৯৯৬ সনে হিলােচিয়া, উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, ১৯৯৮ এনে গভঃ শহিদ সােহরাওয়ার্দী কলেজ হতে এইচ.এস.সি, ২০০০ সনে ঢাকা কলেজ হতে বি.এস.এস, পাশ করেন। বাংলাদেশ ল' কলেজ হতে এল.এল.বি পাশ করে বাংলাদেশ বার কাউন্সিল হতে ১৪/০৫/২০০৯ইং তারিখে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্সাস বার এসােসিয়েশনের সদস্য পদ গ্রহণপূর্বক আইন পেশায় নিয়ােজিত রয়েছেন। তিনি নবীন আইনজীবীদের জন্য ভূমি জরিপ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য “সিটি ল্যান্ড সার্ভে কোচিং” প্রতিষ্ঠা করেন। ভূমি জরিপ বিষয়ে বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন এবং ভূমি জরিপ বিষয়ে বিভিন্ন ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন।

আবুল কালাম এর বইসমূহ