Loading...
আবু দায়েন
লেখকের জীবনী
আবু দায়েন (Abu Dayen)

আবু দায়েন। জন্ম ২৭ চৈত্র। তৎকালীন ঢাকা জেলার বৈদ্যের বাজার থানার খাসের চর গ্রামে। কাশফুলে ঢাকা সে গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে। বেড়ে ওঠা পার্শ্ববর্তী সাতভাইয়া পাড়া গ্রামে, বর্তমান সােনারগাঁ উপজেলা। লেখাপড়া বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যের বাজার এন এ এম পাইলট স্কুল, ঢাকার শহীদ সােহরাওয়ার্দী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কর্মসূত্রে বসবাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলা। বিভাগের শিক্ষক। সন্তান নীপমনন ইসলাম, স্ত্রী আফরােজা রেশমা ও মা সাবেরা খাতুনকে নিয়ে চৈতন্যের সংসার। চৈতন্য জুড়ে থাকেন। পরলােকগত পিতা মুনশি আবদুল খালেক। সংসার, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির প্রতি দায়বােধ বরাবর। সে-বিবেচনায়। আত্মীয়-পরিজন ও দেশ-জনতার যাবতীয় অনুষঙ্গ চৈতন্যের অংশীদার। সাহিত্য-রাজনীতি-সংস্কৃতির বিবিধ বিষয়ে বােঝাপড়ার প্রয়ােজনে স্বল্পপরিসরে নিবেদিত কবিতা রচনা ও মৌলিক গবেষণায়, কখনাে আগ্রহী রাজনৈতিক কলাম রচনায় । প্রকাশিত গ্রন্থ : কবিতা জল ও ঝিনুকের গল্প (২০০৭) ভুবনবিত্তান্ত (২০১০) জল হবে জলবন্দি (২০১১) গবেষণাগ্রন্থ : বাংলাদেশের লােকছড়া (২০১১)