Loading...
আবদুল আজিজ
লেখকের জীবনী
আবদুল আজিজ (Abdul Aziz)

আবদুল আজিজ, পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে ৬ এপ্রিল ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স শেষ করে পৈতক ব্যবসায় যােগ দেন। ভাই-বােনের মধ্যে দ্বিতীয়। স্ত্রী লিটুল জাহান মীরা ও দুই কন্যাসন্তানের (আফরিনা আজিজ ও আফসানা আজিজ) জনক। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী পৈতৃক ব্যবসার সাথে জড়িত। ২০১১ সালে চলচ্চিত্র প্রযােজনার সাথে যুক্ত হন এবং প্রতিষ্ঠা করেন জাজ মাল্টিমিডিয়া’ নামে একটি চলচ্চিত্র প্রযােজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত প্রায় ৪৫টি সিনেমা প্রযােজনা করেছেন এবং আগামীতে দেশী-বিদেশী চলচ্চিত্র প্রযােজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যে। তাঁর প্রযােজিত সিনেমাগুলাের মধ্যে দিয়ে অর্জন করেছেন দেশী-বিদেশী নানান পুরস্কারসহ দেশের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার। তারচেয়ে বড় পুরস্কার পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য মানুষের। ভালােবাসা ও সম্মান। আবদুল আজিজ, ব্যক্তিজীবনে স্পষ্টভাষী ও স্বাধীনচেতা মানুষ। ভালােবাসেন বই পড়তে, কবিতা লিখতে, সিনেমা দেখতে ও ঘুরে বেড়াতে। ঘুরে বেড়িয়েছেন দেশের আনাচেকানাচে প্রত্যন্ত অঞ্চলসহ বিশ্বের অসংখ্য দেশ।

আবদুল আজিজ এর বইসমূহ