Loading...
ড. মো. মাসুদ রানা
লেখকের জীবনী
ড. মো. মাসুদ রানা (Dr. Md. Masud Rana)

ড. মো. মাসুদ রানা বিএসসি (সম্মান); এমএসসি (পদার্থবিজ্ঞান); এমএসসি (CSE); এমবিএ (HRM); এমফিল (পদার্থবিজ্ঞান) পিএইচডি (Material Science and Nanotechnology), তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ও পদার্থবিজ্ঞান বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা । মাস্টার ট্রেইনার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান, সম্মান শ্রেণির Physics, EEC-সহ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গ্রন্থের প্রণেতা । বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়, UGC, ICTP, ইতালি, International Science Program (ISP), Uppsala University, সুইডেন-এর ফেলোশিপের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, BCSIR, BUET, VAST, ভিয়েতনামের গবেষণাগারে গবেষণায় অভিজ্ঞ ।