Loading...
তাহসিনা ফারাহ নাওমি
লেখকের জীবনী
তাহসিনা ফারাহ নাওমি (Tahsina Farah Naomi)

তাহসিনা ফারাহ নাওমি জন্ম ২৪ ডিসেম্বর ২০০৬, রাজশাহীতে। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়ে কবিতা লিখে প্রথমে নিজেই অবাক হয়ে গিয়েছিল। কবিতাটি একটি পত্রিকায় ছাপা হলে তা ছিলো তার সবসময়ের সঙ্গী। এরপরে বেশকিছু কবিতা, গল্প বিভিন্ন সময়ে লিখেছে সে। ভুতের এই কাহিনীটি তার প্রিয় একটি মজার গল্প। নাওমি নিজে বলে, সে নাকি কখনো ভুতের ভয় পায় না। কিন্তু এই গল্পটি লিখতে গিয়ে বেশ কয়েকবার ভয় পেয়ে থেমে গিয়েছিলো। করোনা মহামারীর সময়ে গল্পটির বেশির ভাগ অংশই লিখেছিলো। তখন সে ছিলো অষ্টম শ্রেণির ছাত্রী। ২০২২ সালে রাজশাহী পিএন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গল্পটি নিয়ে আবার ভাবনা চিন্তা করেছে। কিছুটা কাটছাঁট আর যোগ বিয়োগ করে সিদ্ধান্ত নিয়েছে ছাপানোর। তার ধারণা এই গল্পটি পড়ে নাকি আর কারো ভুতের ভয় থাকবে না।

তাহসিনা ফারাহ নাওমি এর বইসমূহ