Loading...
মনিরুল মোমেন
লেখকের জীবনী
মনিরুল মোমেন (Monirul Momen)

মনিরুল মোমেন-এর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৭৪; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে। স্কুল জীবনেই লেখালেখির হাতেখড়ি। ১৯৯২ সালে মাধ্যমিক পাশ করে পড়ালেখার জন্য ঢাকায় আসার পর তাঁর লেখালেখির মাত্রা বেগবান হয়। সে বছরই দৈনিক সমাচার পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। তারপর দেশের নানা দৈনিক, সাপ্তাহিক ও লিটল ম্যাগাজিনে নিরন্তর লেখালেখি। ২০২০ সালের একুশে বইমেলার প্রকাশিত তাঁর কবিতার বই 'মুদ্রিত রোদের পৃষ্ঠা' পাঠক মহলে আদৃত হয়। আশাতীত চাহিদার কারণে বইটি বেস্ট সেলারের তালিকায় স্থান পায়। বর্তমানে তিনি ঢাকার ক্যামব্রিয়ান কলেজের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।