জন্ম গত শতকের আশির দশকের মাঝামঝি সময়ে, যশোর শহরে। বেড়ে ওঠা যশোর, খুলনা ও ঢাকায়। বর্তমানে ফুলব্রাইট স্কলার হিসাবে হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স (এমপিএ) করছেন। ইতোপূর্বে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক); শেফিল্ড বিশ্ববিদ্যালয় (ব্যবস্থাপনায় স্নাতকোত্তর); ও সেইন্ট মেরি'স মুনিভার্সিটি, হ্যালিফ্যাক্সে (ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর)। চাকরি করেছেন সরকারি আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রাইভেট স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষায়তন প্রশাসনে। ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন; সাধারণ কর্মী হিসেবে সম্পৃক্ত ছিলেন বিভিন্ন প্রগতিশীল-ঘরানার আন্দোলনে। এর মধ্যে উল্লেখযোগ্য, ২০০৭-২০০৮ সালের ছাত্র আন্দোলন এবং ২০১৩ সালের যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন। 'মুক্তবাজার কাব্যরীতি' তাঁর প্রথম কাব্যগ্রন্থ। নানা সময়ে প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর প্রবন্ধ-নিবন্ধ। ভালোবাসেন খেতে, ঘুমাতে, পড়তে, ভাবতে ও লিখতে। স্ত্রী হুমায়রা নীলিমার সাথে সংসারজীবনে রয়েছে দুই পুত্র সন্তান: নুশাব আর্দেশির ও নুরাজ আরাশ।