Loading...
রেহানা ইয়াসমিন
লেখকের জীবনী
রেহানা ইয়াসমিন (Rehana Yasmin)

রেহানা ইয়াসমিন জন্ম: ফেনী, বাংলাদেশ। শৈশব এবং লেখাপড়া: চট্টগ্রাম, বাংলাদেশ এবং আমেরিকা। কর্মজীবনঃ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। মেরিল্যান্ড, আমেরিকা। সখ: দেশ বিদেশ ভ্রমণ, সঙ্গীত, লেখালেখি। আমার জীবনের আদর্শ, সর্বাপেক্ষা মর্যাদাবান ও শ্রদ্ধাভাজন, আমার সকল সফলতার মূল কারিগর আমার বাবা—মা। বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। সেই সূত্রে বন্দর নগরী চট্টগ্রামেই আমাদের বসবাস ছিল। আমার মমতাময়ী মা তাঁর কঠোর পরিশ্রম আর অনুপ্রেরণা দিয়ে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। মায়ের কাছেই আমার সঙ্গীতে হাতেখড়ি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে অধ্যায়নরত অবস্থায় চট্টগ্রাম সিটি কলেজ থেকে বি কম পাশ করে বাংলার নিজস্ব ভৌগলিক সীমানা পেরিয়ে সুদূর আমেরিকায় পাড়ি জমাই। তারপর থেকে জীবনের মূল বাস্তবিক নিরেট লড়াই শুরু। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সংগ্রামের পাশাপাশি পড়াশোনা ও সাহিত্যচর্চা অব্যাহত রেখেছি। সবার জীবনেই উত্থান—পতন থাকে। কিছুটা সময় ব্যর্থতার যাঁতাকলে পিষ্ঠ হলেও মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় দৃঢ়প্রতিজ্ঞতা, একাগ্রতা, অধ্যাবসায় ও কঠোর প্রচেষ্টার বিনিময়ে স্বকীয়তা বজায় রেখে সৃজনশীলতা, আত্মবিশ্বাস আর দক্ষতার সমম্বয়ে উপরে উঠার সিঁড়ি ধরতে খুব বেশী সময় লাগেনি আলহামদুলিল্লাহ। বাল্যকাল থেকেই সাহিত্যের প্রতি আমার ঐকান্তিক টান। তাই কষ্টসাধ্য হলেও প্রবাসে থেকে বাংলাকে ভালোবেসে কর্মব্যস্ততার অবসরে নিয়মিতভাবে কিছুটা সময় সাহিত্য অনুশীলন করি, আর এভাবেই সাহিত্যের উড়–পে আরোহণ করে কল্পনার ইন্দ্রজালে জাগতিক কাব্যরস বিভিন্ন আঙ্গিকে অনুধাবন করে হৃদয়ের ছন্দোবস্ত অভিব্যক্তি নিয়ে উপস্থাপন করলাম “এক চুমুক”।

রেহানা ইয়াসমিন এর বইসমূহ