মনিরুজ্জামান উজ্জ্বল। জন্ম ঢাকায় হলেও শৈশব কেটেছে গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা তীরবর্তী নাছিরাবাদ গ্রামের স্কুলে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ঢাকায় ফিরেন। পুরান ঢাকার ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। ছোটবেলা থেকে ফুটবলার হওয়ার ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু চোখের সমস্যা কারণে হয়নি তা। বিদেশে পাড়ি জমানোর ঝোঁক থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি। সাংবাদিকতায় কেটেছে পুরোপরি দুই যুগ। ১৯৯৮ সালে দৈনিক বাংলার বাণী দিয়ে সাংবাদিকতা শুরু। পরবর্তীতে দৈনিক যুগান্তর, সমকাল, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন হয়ে বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ২৪ডটকম-এর প্ল্যানিং এডিটর। সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ মনিরুজ্জামান উজ্জ্বল ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা প্রতিবেদক হয়েছেন পাঁচবার। ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’-এর শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার জিতেছেন ছয়বার। এ ছাড়া ‘এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) পুরস্কার’, ইউনিসেফের (১৮ ঊর্ধ্ব) ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’, যক্ষ্মা সচেতনতায় ‘ব্র্যাক শ্রেষ্ঠ প্রতিবেদক’-এর পুরস্কার লাভ করেন তিনি। ২০১১ সালে নিউমোনিয়া সচেতনতা সৃষ্টিতে ফেলোশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। আর খেলাপাগল মনিরুজ্জামান উজ্জ্বল সাংবাদিকদের অলরাউন্ড প্লেয়ার। ২৫ বছরে সাংবাদিকদের ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল খেলায় ম্যান অব দ্য ম্যাচের হাফ সেঞ্চুরি করেছেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)