Loading...
আতিক সিদ্দিকী
লেখকের জীবনী
আতিক সিদ্দিকী (Atik Siddiqui)

আতিক সিদ্দিকী। পুরো নাম আতিকুর রহমান সিদ্দিকী। জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে নানা বাড়িতে। পিতার নাম প্রয়াত শিক্ষাবিদ আজিজুল হক, মাতা মৃত মাবিয়া বেগম। পিতা শিক্ষকতা করায় পিতার কর্মস্থলে তাকে থাকতে হয়েছে। পোতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়, জামতৈল হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ এবং সিরাজগঞ্জ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে চিকিৎসাশাস্ত্রে ডিএমএফ ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৮৭ সালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। স্কুলজীবন থেকেই সাহিত্যের প্রতি তার দুর্বলতা। ছোটবেলা থেকে তিনি লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। এ ছাড়া দীর্ঘদিন যাবত তিনি দৈনিক জনকণ্ঠসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। তিনি দেশের বিভিন্ন দৈনিকে সম্পাদনা বিভাগে সমসাময়িক বিষয় ও ঐতিহাসিক বিষয় নিয়ে নিয়মিতভাবে কলাম লিখছেন। শাহজাদপুর সাহিত্য পরিষদের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে।

আতিক সিদ্দিকী এর বইসমূহ