Loading...
মাশরুরা লাকী
লেখকের জীবনী
মাশরুরা লাকী (Mashrura Lucky)

জন্ম ১০ এপ্রিল, পাবনা শহর, নানাবাড়িতে। সম্প্রতি তাঁর কবিতা হিন্দি, নেপালি, তার্কিশ, স্প্যানিশ, ইতালিয়ানো ও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। কবিতায় অবদানের জন্য তিনি কয়েকটি সংগঠন থেকে সাহিত্য সম্মাননা পেয়েছেন। এছাড়া তিনি একজন আবৃত্তিশিল্পী ও উপস্থাপক। প্রকাশিত কবিতাগ্রন্থ সংখ্যা দুই। 'মুক্ত করো লোহার পা' তাঁর দ্বিতীয় কবিতাগ্রন্থ ।

মাশরুরা লাকী এর বইসমূহ