Loading...
সুভাষ ঘোষ
লেখকের জীবনী
সুভাষ ঘোষ (Subhash Ghosh)

জন্ম ১৯৪৩ পাবনা জেলার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করার পর চাকরিজীবন মাত্র পাঁচ বছরের। তারপর থেকে সুদীর্ঘ প্রায় পাঁচ দশক নির্মাণ-ব্যবসায় জড়িত আছেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ নির্মাণ-প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি)-এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত। দীর্ঘ আশি বছরের জীবনে তিনি অনেক ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন। সাতচল্লিশের দেশভাগ খুব ছোটোবেলাতেই তাঁর জীবনে প্রভাব ফেলে। ভাইবোনসহ নিজ পরিবারের একাংশের দেশত্যাগের ফলে মাত্র সাত বছর বয়সে তিনি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন, কলেজ জীবনে প্রত্যক্ষ করেন দাঙ্গার ভয়াবহতা। এ বিভেদ ও বিষাদের ঐতিহাসিক কারণ, সাম্প্রদায়িকতার জন্ম ও বিকাশ-অন্বেষণে সুভাষ ঘোষ লিপ্ত ছিলেন সুদীর্ঘকাল ধরে, যে অনুসন্ধান যাত্রার পূর্ণাঙ্গ পরিণতি এ গ্রন্থ। তাঁর প্রথম আত্মজৈবনিক রচনা তিন দুয়ারের কোলে (২০১৮) প্রকাশিত হয় দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে। বারবার আপদের পক্ষ থেকে এরকম ভুল হচ্ছে। সঠিক লেখক নাম- সুভাষ ঘোষ

সুভাষ ঘোষ এর বইসমূহ