প্রশান্ত সাহা শুভ, জন্ম গাজিপুর জেলা। পৈতৃক নিবাস পূবাইল, গাজিপুর। বাবা ছিলেন পেশায় ব্যবসায়ী। এ সুবাদেই টঙ্গী এবং পূবাইলে কেটেছে শৈশব কৈশোর এর সময়কাল। মা গৃহিনী। পূবাইল হাই স্কুল এবং কলেজ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি সম্পূর্ণ করেছিলেন। ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্নাতক সম্মান অর্জন করেছিলেন বিইউএফটি থেকে। বর্তমানে পেশায় তিনি একজন ডিজাইনার। তার কর্মস্থল আলিম (নিট বিডি) লিমিটেড (মন্ডল গ্রুপ)। চাকরীজীবন এর পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী তিনি নিজের তৈরি ক্রাফট (I CRAFT) এর মাধ্যমে নিজের দক্ষতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। কবির লেখালেখির নেশা ছিলো ছোট বেলা থেকেই। নিজের কল্পনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারদর্শী তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লেখা জনপ্রিয় ছিল বন্ধুমহলে। ফেসবুক ওয়ালের গন্ডি পেরিয়ে বই করার চেষ্টা এই প্রথম। অমর একুশে বইমেলা ২০২৪ এ 'শুভ সুচনা' গ্রন্থের মাধ্যমে কবি সমাজে আত্মপ্রকাশ করলেন।