Loading...
আনোয়ারা সৈয়দ হক
লেখকের জীবনী
আনোয়ারা সৈয়দ হক (Anwara Syed Haque)

আনোয়ারা সৈয়দ হক জন্ম ১৯৪০ সালে, যশোর শহরে। সাহিত্যচর্চার সূচনা ছেলেবেলা থেকে। প্রথম বই তৃষিতা প্রকাশিত হয় ১৯৮২ সালে। একাধারে লিখছেন গল্প, কবিতা, উপন্যাস। শিশুদের জন্যও লিখেছেন প্রচুর। বিয়ে করেছেন ১৯৬৫ সালে, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। সাহিত্যে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার; ২০১৯ সালে একুশে পদক; অনন্যা সাহিত্য পুরস্কার; অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার; মাইকেল মধুসূদন পদক, বাংলাদেশ; শিশু একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২২ সালে আবু রুশদ সাহিত্য পুরস্কার। উল্লেখযোগ্য বই— বাড়ি ও বনিতা, সেই প্রেম সেই সময়, উদয় মিনাকে চায়, ভালোবাসার লাল পিঁপড়ে, অস্থিরতার কাল, ভালোবাসার সময়, কার্ণিসে ঝুলন্ত গোলাপ, ফিরে যাবার পথ অনিশ্চিত, ঘুমন্ত খেলোয়াড়, গুজরিপঞ্চম, সোনার হরিণ, বাজিকর, জলনুড়ি, তারাবাজি, হাতছানি, খাদ ইত্যাদি।

আনোয়ারা সৈয়দ হক এর বইসমূহ