Loading...
শেখর বন্দ্যোপাধ্যায়
লেখকের জীবনী
শেখর বন্দ্যোপাধ্যায় (Shekhor Bondhopadhay)

কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষে, প্রাথমিক গবেষণার বিষয় হিসেবে বেছে নেন ঔপনিবেশিক এবং উত্তর-ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদ এবং বর্ণের ইতিহাসকে। ভারতীয় অভিবাসন এবং ভারতীয় প্রবাসীদের ইতিহাস নিয়েও তার রয়েছে সমপরিমাণ আগ্রহ। সর্বমোট লিখেছেন ছয়টি বই, সম্পাদনা বা সহ-সম্পাদনা করেছেন বারোটি। পঞ্চাশটিরও বেশি অধ্যায় এবং জার্নালে আর্টিক্যাল প্রকাশ করেছেন। তার সাম্প্রতিক জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে- 'ফ্রম পলাশি টু পার্টিশন ও তারপর: আধুনিক ভারতের ইতিহাস', 'ঔপনিবেশিক ভারতে জাতি, প্রতিবাদ এবং পরিচয়: বাংলার নমশূদ্র', 'দক্ষিণ এশিয়ায় উপনিবেশকরণ: স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গে স্বাধীনতার অর্থ'। আরো সহ-সম্পাদনা করেছেন ইন্ডিয়ানস অ্যান্ড দ্য অ্যান্টিপোডস: নেটওয়ার্ক, বাউন্ডারি অ্যান্ড সার্কুলেশন, ভারতে ধর্ম ও আধুনিকতা, কলকাতা: দ্য স্টর্মি ডিকেডস।

শেখর বন্দ্যোপাধ্যায় এর বইসমূহ