কবি সুলতান আলাউদ্দিন। লেখালেখি করছেন সেই কিশোর বয়স থেকে। সমাজ, দেশ, পারিপার্শ্ব নিয়ে নিজের কিছু কথা বলার তীব্র দায়বোধ থেকে এবং শিল্প ও সৃজনশীলতার প্রেরণায় লেখালেখি করে চলেছেন, কর্মজীবনের তীব্র ব্যস্ততাকে একপাশে রেখে। লিখেন কবিতা, গল্প, নিবন্ধ, ছড়া ইত্যাদি মাধ্যমে। ফটোগ্রাফিও করেন নিয়মিত। 'নিঃসর্গের শিল্প-সৌন্দর্য' কবির বিশেষ আগ্রহের জায়গা। বিশেষ করে এই সবুজ বাংলাদেশের বৈচিত্র্যময় রূপময়তা, নদী, গ্রাম, ধুলো-মাটি, ঋতুচক্রের আবর্তন-এসব অনুষঙ্গ কবিকে প্রবলভাবে আলোড়িত রাখে, উঠে আসে তাঁর লেখায় এবং সৃজনে। মানুষ কিংবা প্রকৃতি অথবা এই বিশাল পৃথিবীর ব্যপ্তি, যা-ই হোক না কেন, কবির লেখালেখির কেন্দ্রীয় আলোচ্য বিষয় 'সৌন্দর্য' এবং 'আধ্যাত্মিকতা'। সৌন্দর্যবাদী এই কবির জন্ম চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়ীয়া গ্রামে। চট্টগ্রাম শহরে শৈশব, কৈশোর, যুবা বয়স পেরিয়ে বেড়ে ওঠেন। কর্ণফুলী নদীর তীরে, বঙ্গোপসাগরের ধারে কবি পরিণত হন এক নাগরিক-গ্রামীন কবি হিসেবে। বর্তমানে ব্যাংকিং পেশায় নিয়োজিত আছেন কবি সুলতান আলাউদ্দিন। 'সমুদ্রে নিমজ্জিত আধুলি' কবির প্রথম কাব্যগ্রন্থ।