Loading...
সুলতানা ইয়াসমীন
লেখকের জীবনী
সুলতানা ইয়াসমীন (Sultana Yasmin)

মোঃ মোফাজ্জল হক ও মোছাঃ আয়শা খাতুন এর পাঁচ কন্যার মধ্যে তৃতীয়া সুলতানা ইয়াসমীন। জন্ম ১৫ নভেম্বর, ১৯৭৫, লালমনিরহাট জেলার কাশিপুর গ্রামে। শৈশব কেটেছে দোয়েল, ফড়িঙের পিছু পিছু। বাবার সরকারি চাকুরির সুবাদে বিভিন্ন জেলা শহরের কুয়াশা সকাল, শিউলি গন্ধরাজের ঘ্রাণের সাথে মিশে মিশে একসময় তার প্রেম হলো মাধবীলতার সাথে। বড় আর ছোট দুবোনের সাথে বাবু (পিতা) আর আম্মার মায়ায় জড়াজড়ি করে মেয়েটি প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বাবার হাত ধরে সরকারি চাকুরে বনে যান একদিন। এরপর কর্মস্থল পরিবর্তনের সাথে সাথে শুরু হয় তার স্বদেশ পরিভ্রমণ, প্রকৃতি ও মানুধের সাথে বন্ধন যায় বেড়ে। বৈদেশিক প্রশিক্ষণ, লেখাপড়ার কারণে দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক প্রকৃতি ও মানুষের সঙ্গেও তার মেলবন্ধন ঘটেছে। দুঃখ কে ভুলে থাকার অপরিসীম তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন বলেই তিনি প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ একজন মানুষ হতে পেরেছেন। অন্তত তার পরিচিত জনেরা তাই বলেন। গান শুনতে এবং গাইতে ভালবাসেন, প্রিয় বিষয় আবৃত্তি। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে কর্মরত আছেন। প্রিয়তম স্বামী মোঃ মোস্তফা কামাল এর সাথে তার ছোট্ট সাজানো সংসার।

সুলতানা ইয়াসমীন এর বইসমূহ