Loading...
রায়হান রাশেদ
লেখকের জীবনী
রায়হান রাশেদ (Rayhan Rashed)

রায়হান রাশেদ- নব্বই দশকের মাঝামাঝি সময়ে নরসিংদীর রায়পুরার মাঝেরচরে জন্মগ্রহণ করেন। মো. রাশেদ ও পারভীন বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। গাঁয়ের মকতবে পড়ালেখার হাতেখড়ি। দাওরায়ে হাদিস ও ইফতা পড়েছেন নরসিংদী দারুল উলুম দত্তপাড়া মাদরাসায়। স্নাতক করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। কৈশোর পেরিয়ে যখন তারুণ্যের দহলিজে পা রাখেন তখন থেকেই শিল্প-সাহিত্যের প্রতি নিবিড় মনোযোগ। নানারকম পাঠে ক্রমশ সমৃদ্ধ করেন নিজেকে। দু’হাতে লেখালেখি করেন পত্রিকা-ম্যাগাজিনে। বিভিন্ন মাসিক ও দৈনিকের ইসলাম, সাহিত্য ও ফিচার পাতায় প্রতিভাবান এই লেখকের উপস্থিতি প্রশংসনীয়। নিয়মতান্ত্রিক লেখালেখির পাশাপাশি সাংবাদিকতায়ও তুমুল আকর্ষণ তার। ২০১৪ সাল থেকে দেশের প্রথম সারির কয়েকটি দৈনিকে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন। বর্তমানে দৈনিক নয়া শতাব্দীতে সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন। রায়হান রাশেদের আগ্রহ মানুষের জীবন ও তার কাজ নিয়ে। পরার্থে জীবন পার করছেন এমন মানুষদের গল্পই লিখেছেন দৈনিক পত্রিকাগুলোয়। সেজন্য ছুটে গিয়েছেন দেশের নানাপ্রান্তে। এমন মানুষদের গল্প নিয়ে ২০২৩ সালের বইমেলায় লিখেছেন যারা দীপ জ্বেলে যায়।

রায়হান রাশেদ এর বইসমূহ