Loading...
এষণা
লেখকের জীবনী
এষণা (Eshna)

লেখক রিজওয়ান সাবরীন হুসেইন (এষণা) যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ থেকে বিডিএস সম্পন্ন করে যুক্তরাজ্যে তিনি ডেন্টিস্ট হিসেবে ২০১৬ সালে সার্টিফিকেট অর্জন করেন। একই বছর তিনি রয়েল কলেজ অফ সার্জনস এডিনবরাহ’র মেম্বারশিপ পদ অর্জন করেন। বাংলাদেশে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি হিসেবে কাজ করেছেন। এছাড়াও প্রাভা হেলথ বনানীতে তিনি ফ্যামিলি ডেন্টিস্ট হিসেবেও কর্মরত ছিলেন। লেখক দু’সন্তানের জননী। ইংরেজিতে লেখালেখির অভ্যাস থাকলেও বাংলায় এটি-ই তাঁর প্রথম উপন্যাস। তাঁর লেখনীর মূল বিষয়বস্তু মূলত এ যুগের মাইগ্র্যান্ট প্রবাসী ছেলেমেয়েদের নিয়েই হয়ে থাকে। তাঁর প্রিয় লেখকদের মধ্যে জর্জ আর আর মার্টিন, স্টিগ লার্সন, জে কে রাউলিং, স্যালি রুনি, হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায় অন্যতম।

এষণা এর বইসমূহ