Loading...
নবনীতা বনিক
লেখকের জীবনী
নবনীতা বনিক (Nabanita Banik)

কবি নবনীতা বনিক | জন্ম ২০০১ সালের ১২ ই মার্চ ঢাকায় | বাবা উত্তম বনিক এবং মা গৌরী বনিক | বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে ৪র্থ বর্ষে অধ্যায়নরত । তাঁর কবিতায় শব্দশৈলী ও উপমার সন্নিবেশ ঘটেছে চমৎকারভাবে | প্রেম,প্রকৃতি, মানবজীবন এর ঘাত-প্রতিঘাতের নিবিড় উপস্থিতি অনুভব করা যায় কবিতায় | দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর এই একক বই 'পর্তুলিকা' প্রকাশ হচ্ছে চয়ন প্রকাশন এর সাথে মেলবন্ধনে | এছাড়াও ২০২১ এর বই মেলায় ছিল একটা যৌথ বই ফাগুন রাঙা মন। ২০২০ সালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তৈরী করা একটা ফেসবুক গ্রুপ রয়েছে যা ইতিমধ্যেই তিন হাজারের অধিক কাব্যবন্ধুর কাছে 'কাব্যরস' নামে পরিচিত। আরও আছে আবৃত্তি উপযোগী কবিতার পেজ 'নবশ্রী' | অমর একুশে বইমেলা ২০২৪ এ কবি নবনীতা বনিকের 'পর্তুলিকা' কাব্যগ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |

নবনীতা বনিক এর বইসমূহ