কথাসাহিত্যিক অনন্যা হক | মনের অব্যক্ত কথা আর জীবনবোধ এর সাথে পারিপার্শিক দেখার অবয়বে সাজান গদ্য ও পদ্য | জেলা শহর মাগুরাতে বেড়ে ওঠা। সেখান থেকে স্কুল কলেজ গন্ডি পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে অনার্স মাস্টার্স শেষ করে পুরোপুরি গৃহিণী | চিকিৎসক স্বামী ও চাকুরীরত দুই সন্তান তাঁর অনুপ্রেরণার উৎস | শিক্ষাবিদ বাবা ও মা বুনেছিলেন লেখক হবার বীজ | লেখালেখির হাতেখড়ি ফেসবুকে | বিভিন্ন মতামত, উপলব্ধি, অনুভব, স্মৃতিচারণ এসব লিখতে লিখতে একসময় গল্প কবিতার শুরু। সৌখিনতার বশে এবং মনের ভালো লাগা, ভালোবাসা থেকে অনেক লেখা লিখলেও বই আকারে প্রকাশের আড়ালেই থেকে গিয়েছে লেখাগুলো এতদিন | এবার চয়ন প্রকাশন এর সাথে একাত্ম হলেন প্রথম বই প্রকাশের স্বপ্ন পূরণে |