Loading...
মারুফ আহমেদ (ময়মনসিংহ)
লেখকের জীবনী
মারুফ আহমেদ (ময়মনসিংহ) (Maruf Ahmed (Mymenshingh))

মারুফ আহমেদ এর জন্ম ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহে। বাবা : মােহাম্মদ আলী, মাতা : রাহেলা খাতুন। খুব আদরে বেড়ে ওঠা সাত ভাই-বােনের মধ্যে পরিবারের সর্বশেষ ছেলে তিনি। মা’কে অনেক ভালােবাসেন। ভাই ও বােনের অবদান কখনও ভােলা যাবে না। বাস্তবমুখী ধারনা দিয়ে ইসলামিক ভাব ধারায় একজন সাহিত্যিক হিসেবে নিজেকে গড়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ছােট থেকেই সৃজনশীল কর্মের প্রতি মনস্থিরতা বেশি। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ বােধ করেন। | কিশােরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ফুড এন্ড নিউট্রিশন টেকনােলজিতে ৮ম সেমিস্টারে অধ্যয়নরত। ‘বীরত্বে বাঙালি তার প্রথম একক কাব্যগ্রন্থ।

মারুফ আহমেদ (ময়মনসিংহ) এর বইসমূহ