Loading...
আমিনুল ইসলাম (কবি)
লেখকের জীবনী
আমিনুল ইসলাম (কবি) (Aminul Islam (Kobi))

আমিনুল ইসলাম সম্পাদক পরিচিতি: কবি আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার চর-শালদহ গ্রামে ২০০৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মাে. কোরব আলী, তিনি পেশায় একজন কৃষক। পিতার স্বপ্ন ছেলে বড় হবে। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে। পিতার এই স্বপ্নকে বাস্তবায়নে কবি আমিনুল ইসলাম লেখাপড়ার পাশাপাশি হাতে তুলে নিয়েছেন কলম। সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাচ্ছে তার ক্ষুরধার লেখনি। তার সহজ-সরল লেখায় উঠে আসছে। সমাজের নানা শ্রেণির মানুষের কথা প্রকাশ পাচ্ছে দিন-দুঃখী গরিব মানুষের হৃদয়ের অভিব্যক্তি। অবদান রাখতে চান দেশ ও সমাজের কল্যাণমূলক কর্মকাজে। তার প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘বিদ্রোহী হুংকার’ এবং তার সম্পাদিত প্রথম যৌথ কাব্যগ্রন্থ ‘আমার আকাশে এখনাে আঁধার। তিনি সকলের দোয়া প্রত্যাশি। (আমিনুল ইসলাম)।

আমিনুল ইসলাম (কবি) এর বইসমূহ