Loading...
শফিক ফাতেমা
লেখকের জীবনী
শফিক ফাতেমা (Safique Fatema)

শফিক ফাতেমা যুগভেরী, আল ইসলাহ, ঊষষী, কলতানেও লেখেন। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স পড়ার সময় ১৯৭০ সালে ডা. মাে. বদিউজ্জামানের সাথে বিয়ে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। ১৯৭৭ সালের শেষ দিকে তিনি স্বামীর কর্মস্থল লিবিয়া চলে যান। সেখান থেকে ফিরে আসেন দীর্ঘ নয় বছর পর। নব্বইয়ের দশক থেকে আবার লেখালেখি শুরু করেন। অনন্যা, রােববার, বিচিত্রা, বিনােদন বিচিত্রা, সবুজ পাতা, প্রথম আলাে, আমার দেশ, প্রকৃতি, আল-আমিন, আল মুজাদ্দিদসহ বিভিন্ন পত্রিকায় লেখেন। দেশের বাইরে বেশ ক'টি দেশে ঘুরে বেড়িয়েছেন সে-অভিজ্ঞতার আলােকে লেখার জগতে বিচরণ।

শফিক ফাতেমা এর বইসমূহ