Loading...
রওশন জান্নাত রুশনী
লেখকের জীবনী
রওশন জান্নাত রুশনী (Roushan Jannat Rushni)

রওশন জান্নাত রুশনী ১৯৭৭ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি গ্রামে সমভ্রান্ত জমিদার বাড়িতে জন্ম গ্রহণ করেন । পিতা : মরহুম নূরুল আনােয়ার চৌধুরী, মাতা : আলহাজ্ব শাদিয়া বেগম, স্বামী : খােরশেদুল আলম। বৈবাহিক সূত্রে তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নােয়াজিস পুর ফতেনগর গ্রামের ওয়াহেদ বাড়ির (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা। বর্তমানে কর্মসূত্রে ঢাকার আদাবর থানাধীন শেখেরটেক শ্যামলী হাউজিং এর স্থায়ী বাসিন্দা। তিনি ১৯৯২ সালে পর্তুছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৪ সালে। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০০০ সালে ন্যাশনাল ইউনিভার্সিটির অধিনে। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার কর্ম জীবন শুরু হয় শিক্ষকতার মহান পেশার মাধ্যমে। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামস্থ ‘স্কুল অব রেডিয়েন্ট ওয়ে’ এবং ‘আইডিয়াল স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ২০০৭ সাল থেকে অদ্যবদি তিনি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন।

রওশন জান্নাত রুশনী এর বইসমূহ