Loading...
এ. এইচ. আনহা
লেখকের জীবনী
এ. এইচ. আনহা (A. H. Anha)

জন্ম ১৩ অগাস্ট। বাংলাঃ ২৭ শ্রাবণ (বুড়িয়ে যাওয়ার আগে সাল বলছি না) উত্তরবঙ্গের রংপুর জেলার পীরগাছা উপজেলায়। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার পাহাড়তলীতে। প্রাথমিক জীবনে লেখালেখিটা কেবল শখের মধ্যেই সীমাবদ্ধ ছিলো! কিন্তু এখন তাঁর লেখা বিশ্বজনের কাছে ছড়িয়ে দেওয়াই লেখিকার একমাত্র স্বপ্ন। আর স্বপ্নের ফলস্বরূপ এটি তাঁর প্রথম উপন্যাস। তাঁর পিতা উত্তরবঙ্গের একজন স্বনামধন্য দন্ত চিকিৎসক। তিনি প্রাথমিক জীবনে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করলেও কর্মজীবনের ব্যাস্ততায় সেসব জলাঞ্জলি দিতে হয়েছে। পিতার সাহিত্যানুরাগের শেষ যেখানে কন্যার (লেখিকার) সাহিত্যানুরাগ সেখান থেকেই শুরু। লেখিকার সাহিত্যের প্রতি প্রবল অনুরাগের বাস্তব রূপ আপনাদের হাতে এই 'ভ্রমজাল' উপন্যাসটি।

এ. এইচ. আনহা এর বইসমূহ