মোঃ শহিদুল ইসলাম (শহীদ) গাইবান্ধা জেলার জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ৪নং সাহাপাড়া আদর্শ ইউনিয়নের কবিরের পাড়া গ্রামে ১৯৮১ সালে ৩ মে মাসে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মোঃ নূরুল হক মুন্সি, মাতা: মৃত মোছাঃ রহিমা বেগম। তিনি বর্তমানে গাজীপুর জেলায় অবস্থিত বাংলাদেশের স্বনামধন্য, সুপ্রতিষ্ঠিত, শতভাগ এইচ আর কমপ্লায়েন্স এর আওতাভুক্ত এবং শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান-ফখরুদ্দিন টেক্সটাইল মিল্ল্স লিঃ, (উর্মি গ্রুপে) টেক্সটাইল ডিভিশনের ডাইং সেকসনে কেমিক্যাল ষ্টোরে সহ- ষ্টোর অফিসার পদে চাকরিরত। জীবন যুদ্ধের যাতাকলে, হতাশা ব্যর্থতার বৈরি রোষাণলে থেমে না গিয়ে শত বাধা বিপত্তি ও শত কর্মব্যস্ততার মধ্য দিয়েও সাহিত্যের সৈনিক হিসেবে কলম নামক রাইফেলটি যতারীতি চালিয়ে গেছেন এবং যতদিন হায়াতে বেঁচে থাকবেন ঠিক ততোদিনই লেখা আর কলমের বেষ্টনিতে নিজেকে সীমাবদ্ধ রাখবেন বলে তিনি ইচ্ছে পোষণ করেন। লেখকের এই মুখটি বাংলার পাঠক-পাঠিকা মহলে নতুন কোনো মুখ নহে, বিগত ২০০১ সাল হতে 'ব্যথার সাগর' ও ইন্টারনেট ফেসবুক মিডিয়ায় বাণী রচয়িতা হিসেবে একটি সুপরিচিত মুখ। লেখককের পরবর্তী বই সমূহ: ১। বিরহ বিহঙ্গ (উপন্যাস) ২। রক্তাক্ত প্রেম (স্বাধীনতা আলোচনা শীর্ষক গ্রন্থ) ৩। পবিত্র বন্ধন (উপন্যাস) ৪। কাব্য তরঙ্গ (কবিতাগুচ্ছ)