Loading...
মোহাম্মদ মিয়াজ উদ্দিন
লেখকের জীবনী
মোহাম্মদ মিয়াজ উদ্দিন (Md. Miaz Uddin)

মোহাম্মদ মিয়াজ উদ্দিন পিতাঃ মরহুম ইয়াজ উদ্দিন মোল্লা মাতাঃ মরহুম জোবেদা খাতুন ১৩৫৮ বঙ্গাব্দের ৬ কার্তিক ঢাকা জেলার সাভার উপজেলাধীন গকুলনগর গ্রামে পিত্ৰালয়ে জন্ম। তিনি ধামরাই হার্ডিংঞ্জ হাইস্কুল থেকে এস.এস.সি এবং কায়েদ-ই আযম কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি ও ১৯৭৩ সালে জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস ও এলএল.বি ডিগ্রি লাভের পর ১৯৮০ সালে ঢাকা বারে আইনজীবি হিসাবে যোগদান করেন । ১৯৮৩ সালে বিচার বিভাগে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ পদে কর্মরত থাকা অবস্থায় সম্পপ্রতি অবসর গ্রহণ করেন। গকুলনগর হাইস্কুল প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ইয়াজউদ্দিন মোল্লা স্মৃতি, পাঠাগার এবং জোবেদা খাতুন শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই সাহিত্যসংস্কৃতি চর্চার প্রতি তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন পত্রপত্রিকা ও স্মরণিকায় তার অনেক লেখা ছাপা হয়েছে। তাঁর প্রণীত আইন শাস্ত্রগুলোর মধ্যে সুন্নি উত্তরাধিকার আইন, মুসলিম বিবাহ, দেনমোহর ও তালাক আইন সম্মানিত পাঠক সমাজে বিশেষভাবে সমাদৃত হয়েছে। রুচিশীল গান ও কবিতার মধ্য দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তিনি কবি আবুল কাছিম কেশরী (কাব্য বিনোদ) সাহিত্য পুরস্কার২০১২-এ ভূষিত হন। প্রকাশিত গানের বই “হৃদয়ের কথা’, কাব্যগ্রন্থ শতদল”, “যদি মনে পড়ে', প্রত্যাশায় জমেছে মেঘ' ও 'নাল ফুল’ এবং নির্বাচিত প্রবন্ধ এর মধ্যে সংকলন, মুক্তি সোপান’, ‘পথ ও পাথেয়’ উল্লেখযোগ্য । তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার।