Loading...
মোহনা হাসান প্রেমা
লেখকের জীবনী
মোহনা হাসান প্রেমা (Mohona Hassan Prema)

মোহনা হাসান প্রেমা গল্পকার মােহনা হাসান প্রেমা। এমবিএ অধ্যয়নরত। বাবা কবি ময়নুল হাসান, ব্যাংক কর্মকর্তা। মা শাহানা হাসান রেবা, সুগৃহিনী। জন্ম ২৮ আগস্ট, আলমডাঙ্গা বাবুপাড়া, চুয়াডাঙ্গা। ছােটবেলা থেকে সাহিত্য সংস্কৃতির প্রতি ছিল তার সহজাত ভালােবাসা। শৈশব থেকেই তিনি নিয়মিত শুদ্ধ সঙ্গীত ও কবিতা চর্চা করতেন। জাতীয় শিশু প্রতিযােগিতায় সঙ্গীত ও আবৃত্তিতে অর্ধশতাধিক সনদপত্রপ্রাপ্ত মােহনা হাসান প্রেমা বাবার সাহিত্যচর্চায় প্রাণিত হয়ে মাত্র ৮ বছর বয়সে কাচা হাতে লিখে ফেলেন ছয় লাইনের অসামঞ্জস্যপূর্ণ একটি পংক্তি। শুরুটা এভাবেই। সঙ্গীতের বাইরে এটি ছিল তাঁর আরেকটি জগৎ। একসময় তাঁর লেখালেখির খাতাটি মেলে ধরেন বাবার সামনে। বাবা তার একমাত্র সন্তানের সাহিত্যকর্মে বিস্মিত হন। বাবার অনুপ্রেরণা ও সহযােগিতায় তার সুপ্ত সাহিত্যপ্রতিভা একসময় সঙ্গীতকেও ছাড়িয়ে যায়। জাতীয় ও আঞ্চলিক দৈনিক, মাসিক, ত্রৈমাসিকে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে মােহনা হাসান প্রেমা একটি জনপ্রিয় নাম। নিউইয়র্ক থেকে প্রকাশিত দৈনিক বর্ণমালা নিউজ’ ও লন্ডন থেকে প্রকাশিত আমাদের বাংলা’র তিনি নিয়মিত লেখক। সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক মােহনা হাসান প্রেমার আবৃত্তি ও রচনাশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং আজীবন লিখে যাবার প্রতিশ্রুতি নেন, যা লেখকের চলার পথকে আরাে নির্দিষ্ট ও সুগম করে দেয়। তিনি একজন দক্ষ সাহিত্য সংগঠকও। বিশিষ্ট সাহিত্য সংগঠক ও কবি। ময়নুল হাসানের যােগ্য উত্তরসুরি মােহনা হাসান প্রেমা বাবার ছায়াসঙ্গী হয়ে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। আমার কিছু বলার ছিল। মােহনা হাসান প্রেমার প্রথম গল্পগ্রন্থ যা একটি বিশুদ্ধ এবং উজ্জল শিল্প চেতনার ক্ষুদ্র প্রয়াস। শাশ্বত মানব জীবনের। ঘটে যাওয়া কিছু অনুষঙ্গ নিয়ে ব্যতিক্রমী ও প্রত্যয়ী জীবন দর্শন। এই গ্রন্থের যে কোনাে একটি গল্প, একটি লাইন, একটি শব্দও যদি পাঠককে একটু ভাবিয়ে তােলে তার মনকে একটু স্পর্শ করে তবেই এ গ্রন্থের সার্থকতা।

মোহনা হাসান প্রেমা এর বইসমূহ