শুচিতা সপর্যা ১৫ আশ্বিন, ১৪০১ সালে(৩০ সেপ্টেম্বর, ১৯৯৪) নির্ঝরিণী পদ্মার সঙ্গী, সর্বদা শান্তির আরাধনায় মগ্ন রাজশাহী শহরে জন্ম তার। জীবন বোধের ও জীবন দর্শনের সারথি বাবা ডাঃ জসিম উদ্দিন মৃধা চিকিৎসা শাস্ত্রের অধ্যাপক। কণ্টকাকীর্ণ বিশ্ব-পথের পথপ্রদর্শক মা নাসরিন আখতার বানু শিক্ষকতা পেশায় কর্মরত। একমাত্র ছোট বোন সিরাজুম মুনিরা প্রতিটা ক্ষনের প্রেরণাদায়ী। নির্মল শৈশবের কিছুটা জীবন কেটেছে নওগাঁয়। সেখানে শিক্ষা জীবনের শুরু হলেও বাকিটা শিক্ষা জীবন কেটেছে স্বপ্ন নগরী ঢাকাতেই।প্রকৌশলী বিদ্যায়(সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)স্নাতক করেছেন। অপার্থিব সৌন্দর্যের বিচিত্রতায় বাংলার রুপে বিমোহিত হয়ে এবং বাংলা ভাষার প্রতি অনুরাগের বহিঃপ্রকাশ তার এই সৃষ্টি সম্ভার। শখঃ লেখালেখি এবং ছবি আঁকা।