Loading...
রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম
লেখকের জীবনী
রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম (Roudromoyee Prenatal team)

২০২০ সালে দেশে প্রিন্যাটাল কোর্স নিয়ে আসার পেছনে মূল লক্ষ্য ছিল, গর্ভবতী মায়েরা যেন তাদের জীবনের এই নাজুক সময়ে মানসিকভাবে প্রশান্তিতে থাকেন আর শারীরিকভাবে থাকেন প্রস্তুত। ইনশাআল্লাহ জ্ঞানের আলোকে যেন নিতে পারেন সকল সিদ্ধান্ত। কেউ যদি জিজ্ঞেস করেন, আলহামদুলিল্লাহ এই তিন বছরে আমাদের সবচেয়ে বড় পাওয়া কি? নিঃসন্দেহে উত্তর হবে আপনাদের ভালোবাসা। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের নিয়ে কাজ করার একটা অদ্ভুত ব্যপার কি জানেন? কীভাবে যেন সবার সাথে একটা Emotional bondage তৈরি হয়ে যায়। যখন আমাদের কোনো স্টুডেন্ট লেবার পেইন নিয়ে নক করেন, কী করতে হবে জিজ্ঞেস করেন, লেবার রুমে যাওয়ার আগে প্রিন্যাটালের নোটস পড়েন, প্রচণ্ড লেবার পেইনের মাঝেও আমাদের জন্য দুআ করেন; কিংবা মেডিকেশন ছাড়া নরমাল ডেলিভারির পেইন ম্যানেজমেন্ট বা সঠিক কারণে সিজারিয়ান অপারেশনে যাওয়ার গল্পগুলো বলেন, অথবা কোনো বাবা যখন ক্লাস দেখে দেখে স্ত্রীর জন্য ৮২ পৃষ্ঠার হাতে লেখা নোট তৈরি করেন এবং তা আমাদের সাথে শেয়ার করেন, আসলেই সে সময়গুলোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে দৌলা সেবার সময়, একজন মাকে সন্তান প্রসবের মতো কষ্টকর অবস্থায় যখন ভালোবাসার হাত বাড়ানো যায়, তাদের কষ্ট দূরীকরণে সাহায্য করা যায়, এরপর যখন নতুন শিশুটির পৃথিবীতে আসার সুসংবাদ পাই, তখন আমরা প্রত্যেকেই আনন্দে অধীর হয়ে পরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ অল্প সময়ে যা দিয়েছেন, যতদূর নিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ যেন বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে পরে গর্ভকালীন পড়াশোনার গুরত্ব, এটাই আমাদের প্রত্যাশা। উন্নত বিশ্বের মতো আমাদের মেয়েরাও যেন পর্যাপ্ত জ্ঞান অর্জনের ও তা প্রয়োগের সুযোগ পায়। সুস্থ মা, সুস্থ শিশু, নিরাপদ মাতৃত্ব হোক মূল প্রতিপাদ্য।

রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম এর বইসমূহ