Loading...
সাহেদ আহমেদ
লেখকের জীবনী
সাহেদ আহমেদ (Shahed Ahmed)

সাহেদ আহামেদ রবিবার ১৭ আশ্বিন ১৩৯৫ বঙ্গাব্দ, '২'রা অক্টোবর, ১৯৮৮ খ্রিস্টাব্দে, ঢাকা জেলার কেরানীগঞ্জে উপজেলা আগানগর কাঠুরিয়া ২নং ওয়ার্ড নানাবাড়িতে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা: মােঃ মানিক আহামেদ রাজু ও মাতা: নাজমা বেগমের (ছেলে ও মেয়ে) দুই সন্তানের মধ্যে (মােঃ সাহেদ আহামেদ) বড় ছেলে ।। তার পিতার পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জ জেলায় সিরাজদিখান । বই পড়া, ছবি আঁকার পাশাপাশি খুব ছােটবেলা থেকেই লেখালেখির প্রতি। তার আগ্রহ ও ভালােবাসা ছিলাে প্রবল। আর সেই ভালােবাসা দিনকে দিন বেড়ে আজ এই। পর্যায়ে, লেখালেখি যেন তার ভাবনার শিরা। উপশিরায় মিশে একাকার, তার অবসর সময়টুকু কাটে লেখালেখি করে । একজন কবি ও সাংস্কৃতিক কর্মী হিসেবে বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সমসাময়িক ঘটে যাওয়া কিছু বিষয়ের উপর। 'লেখা ‘তিন কালের নাকাল’ লেখকের প্রথম উপন্যাস। এই তরুণ ও প্রতিভাবান লেখকের জন্য। শুভকামনা রইলাে ।।

সাহেদ আহমেদ এর বইসমূহ