Loading...
মোহাম্মদ বশির আহমেদ
লেখকের জীবনী
মোহাম্মদ বশির আহমেদ (Mohammad Bashir Ahmed)

মোহাম্মদ বশির আহমেদ ছাত্র জীবন থেকেই লেখালেখি করেন তবে নৌবাহিনী কর্ম জীবনের ব্যস্ততার কারণে একনিষ্ঠ ভাবে লেকায় মনোনিবেশ করা হয়ে উঠেনি। গত ২০২২ সালের একুশে বই মেলায় লেখকের প্রথম কবিতার বই "উপলব্ধি" আলোঘর প্রকাশনা কর্তৃক প্রকাশিত হয় এবং দুর্বোধ্য শব্দ চয়ন আর জটিল ভাব প্রকাশের রীতির বাইরে এসে এক নব ধারার উন্মোচন করেন। তিনি আধুনিক কবিতার ছন্দহীন একগুয়েমি পরিহার করে সকলের জন্য সহজপাঠ্য ও উপভোগ্য করে তুলেন। এরি মধ্যে উপলব্ধি-এর একটি কবিতা সুনামধন্য সাহিত্য সংঘঠন কাব্যলোকের ৪০ সম্মেলনে বাবা দিবসে আয়োজিত প্রতিযোগিতায় পুরষ্কৃত হন। কবিতা গুলো সকলের কাছে সুখপাঠ্য হবে বলে আশা করা যায়।

মোহাম্মদ বশির আহমেদ এর বইসমূহ