Loading...
মিজানুর রহমান হৃদয়
লেখকের জীবনী
মিজানুর রহমান হৃদয় (Mizanur Rohman Hridoy)

মিজানুর রহমান হৃদয় জন্ম ২৬ জানুয়ারী পুরান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। কৈশোরে ডাক্তার-ইঞ্জিনিয়ার ছাড়া ‘আলোকিত মানুষ’ হওয়ার স্বপ্ন। তাও যদি সে স্বপ্ন হয় কোনো তরুণের? সমাজে পেটের তাগিতে নয়, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়। এমন এক অস্থির সমাজে সবাই সে স্বপ্নের রঙ ছড়াতে পারে? পারে না। কিন্তু সে স্বপ্নের রঙ ছড়ানোর দুর্মর ইচ্ছে নিয়ে এগিয়ে যাচ্ছেন তরুণ কবি মিজানুর রহমান হৃদয়। তিনি একাধারে কবি, লেখক, ডিজিটাল মার্কেটার। অল্প বয়সে একের মধ্যে অনেক কিছু। সখ তার বিশ্ব ঘুরে দেখা, আর অসহায় মানুষকে ভালোবেসে কিছু করা। লেখালেখি তার প্রাণ খুলে নিয়েছেন। এরপর আর কলম থামেনি। আর তাতে অনুপ্রেরণার জল ঢেলেছেন প্রিয় বন্ধুরা এবং একজন বিশেষ মানুষ। ভালোবাসার কবিতা লিখলেও তরম্নণ এই কবি সমাজের অসঙ্গতি, অন্যায়, অবিচারের বিরম্নদ্ধে তুমুল প্রতিবাদী এবং লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে। তার লেখায় ছড়িয়ে আছে, দ্রোহ আর মানুষের প্রতি গভীর মমত্ব। ‘কী ভুল ছিলো আমার’ তার প্রথম কাব্যগ্রন্থ (২০১৮)। ‘তোমার অপেক্ষায়’ উপন্যাস (২০২০)। ‘নিঃস্বার্থ অপেক্ষা’ গল্পের বই (২০২১)। ‘দ্বিতীয় বাসর’ উপন্যাস (২০২২)।