Loading...
সোহেল আকন নবাব
লেখকের জীবনী
সোহেল আকন নবাব (Sohel Akon Nobab)

সোহেল আকন নবাব বরিশাল শহরে ১৯৬৫ সনে। রেড ক্রিসেন্ট হাসপাতালে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সোহেল আকন নবাব জন্মগ্রহণ করেন। পিতা: আলহাজ্ব সেকেল উদ্দিন আকন‌। মাতা: সুফিয়া আকন। এক পুত্র ও এক কন্যা সন্তান। শিক্ষাজীবন: বরিশাল উদয়ন স্কুল থেকে, এস এস সি, বরিশাল কলেজ থেকে বিএ, জাপানে ভাষার উপর দু'বছর ডিপ্লোমা পাস করেন। সাহিত্য চর্চা: দশ বছর বয়সে রক্ত ঝুমুর খেলাঘরে কবিতা পাঠ, গল্প বলা, দেয়ালিকা লেখালেখির মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ। বিভিন্ন ম্যাগাজিন ও স্থানীয় পত্রিকা শাহনামা, আজকের বার্তা, মতবাদ ও আলোকিত বরিশাল, সমাজ পরিবর্তনের জন্যে কবিতা গ্রুপ, কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন), প্রতিবিম্ব প্রকাশ অনলাইন। সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজ বালুচর, নিয়মিত লেখক। পেশাগত জীবন: ছাত্রজীবনে, দশ বছর ক্রিকেট খেলা এবং জাতীয় জুনিয়র ক্রিকেটে অংশগ্রহণ। জাপানে চাকুরী ও দেশে ফিরে পৈত্রিক ব্যবসা পরিচালনা , বর্তমানে অবসর জীবন যাপন । শখ: লেখালেখি, পাখি পোষা, বাগান করা, ভ্রমণ, গান শোনা, শিশুদের নিয়ে আনন্দ ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান করা। প্রিয় লেখক: কবি,মহাদেব সাহা, শহীদ কাদরী, নাজিম হেকমত, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন । সোশ্যাল মিডিয়া বালুচর ও তসলিমা ফাউন্ডেশনের পরিচালক। রক্ত ঝুমুর খেলাঘর আসরের সহ-সভাপতি। রোকেয়া আকন মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক। ভিসা মুক্ত আন্দোলন, বরিশাল শাখার সাধারণ সম্পাদক। এছাড়া আত্মমানবতা ওয়াল ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।