কবি ফরিদা বেগম ১৯৫৭ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল শহরে এক সম্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন । পিতা-মরহুম সেকেল উদ্দিন আকন । মাতা-সুফিয়া আকন । বৈবাহিক সুত্রে ঝিনাইদহ শহরে বসবাস । স্বামী-মাসুদ আহমদ । পরিবেশবাদী এবং যুগ্মসম্পাদক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ।।বরিশাল সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএস.সি। বরাশাল সরকারী মহিলা কলেজ থেকে এইস.এস.সি [বিজ্ঞান]। অর্নাস [রসায়ন], বরিশাল ব্রজোমহন বিশ্বিবদ্যালয়। এম.এ [ইতিহাস] ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়। বি,এড। যশোর বি,এড কলেজ।ঝিনাইদহ আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক পদে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এস.এস প্রোগ্রামের সমন্বয়কারী হিসাবে চাকরি করে অবসর নেন । বর্তমানে ঝিনাইদহ পৌর মডেল কলেজে প্রভাষক হিসাবে অধ্যাপনার কাজে নিয়োজিত আছেন। বহুদিন যাবৎ লেখালেখির সাথে সম্পৃক্ত আছেন। যৌথকাব্য: খণ্ডিত চন্দ্রালোকে, তারার কাব্য। প্রকাশের অপেক্ষায় আছে বেশ কিছু গ্রন্থ। বিভিন্ন সামাজিক কাজ ও সংগঠনে করা তাঁর হবি। সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)-এর সম্মানীত উপদেষ্টা এবং কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন)-এর নির্বাহী সম্পাদক।