Loading...
বিপ্লব মৈত্র
লেখকের জীবনী
বিপ্লব মৈত্র (Biplaba maitra)

বিপ্লব মৈত্র ১৯৭১ সালের ২৫ মে রাজবাড়ী জেলার পাংশা থানার যশাই গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মনোতোষ মৈত্র (সাবেক প্রধান শিক্ষক হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়) মাতা: মাধুরি মৈত্র (গৃহিণী) পড়ালেখা: তিনি লেখাপড়া করেছেন হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় । ব্যবস্থাপনা বিভাগ থেকে তিনি যথাক্রমে বি,কম অনার্স এবং এমবিএস ডিগ্রি লাভ করেছেন। তিনি কুষ্টিয়াস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক, বড় বাজার শাখায় ব্যবস্থাপকের হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য চর্চা: স্কুল জীবন থেকেই কবিতা, নাটক এবং সংগীতের সাথে জড়িত। তার সহধর্মিণী আগমনী রায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। এই দম্পতির অনির্বান মৈত্র ও অম্লান মৈত্র নামে দুটি পুত্র সন্তান রয়েছে। তিনি আজীবন বাংলা সাহিত্য চর্চা করে যেতে চান।

বিপ্লব মৈত্র এর বইসমূহ