আরমান হোসেন ভূঁইয়া ৪ ডিসেম্বর চাঁদপুর জেলার এক মুসলিম সম্ব্রান্ত ভূঁইয়া পরিবারে জন্ম গ্রহন করেন। শৈশব কৈশর যৌবনের অনেকটা সময় বাংলাদেশে ও দেশের বাহিরে বাবার সাথে কাটিয়েছেন। তিনি দেশে অনার্স ও মাষ্টাস্ করে। পরে উঁচ্চ শিক্ষার জন্য অস্টেলিয়া চলে আসেন এবং উচ্চতর শিক্ষা অর্জন করেন। দীর্ঘ ১৬ বছর যাবত অস্টেলিয়ার সিডনিতে বসবাস করছেন এবং পেশাগত ভাবে চাকুরিতে নিয়োজিত। ছাএজীবনে দেশে থাকাকালীন ছাএ রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বর্তমানে সিডনিতেও রাজনীতি ও সংস্কৃতির সাথে জড়িত । তিনি দেশ ও বিদেশের পএিকায় লেখা লেখি করেন। তিনি একজন ভালো গীতিকার। কবিতা লিখতেন স্কুল জীবন থেকেই । শিক্ষা ও কর্ম ব্যস্ততার কারনে বই প্রকাশের মত ইচ্ছা থাকার পরও বিদেশে ব্যস্হ সময়ের কারনে হয়ে উঠে না। তাই এবার অমর ২১ শের বই মেলায় তার এই কাব্যগ্হন্ত। আগামীতেও তিনি কবিতা, গল্প , উপন্যাস নিয়ে আসবেন। তিনি দেশ ও বিদেশের সকল বাংলাদেশীদের শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছে । —— শুভেচ্ছান্তে আরমান হোসেন ভূঁইয়া অস্টেলিয়া / সিডনি