Loading...
শাহানাজ শারমীন
লেখকের জীবনী
শাহানাজ শারমীন (Shahanaz Sharmin)

শাহানাজ শারমীন জন্ম: ঢাকার ধামরাই থানার কাঁঠালীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালের ১৩ অক্টোবর শাহনাজ শারমিনের জন্ম। পড়াশোনা: ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এস এসসি পাশ করেন।১৯৯৪ সালে ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে পড়াশোনা শেষ করেন। পরিচয়: লেখকের পিতার নাম মোহাম্মদ শাহজাহান। তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। মাথা আনোয়ারা বেগম। স্বামীর নাম আব্দুল আলীম তিনি নির্বাচন কমিশনে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী। দুই মেয়ে এক ছেলে। বড় মেয়ে মাস্টার্স শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। ছেলে রোগতত্ত্ব নিয়ে অনার্সে পড়তেছে এবং ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে । সাহিত্য চর্চা: ছোট বেলা থেকেই লিখালিখি করতেন তিনি। লিখেছেন শতাধিক কবিতা এবং অনেক গল্প উপন্যাস।তার অন্যতম লিখার মধ্যে, রোদ্রের মেঘলা আকাশ, ভালোবাসার প্রহর, নিস্তব্ধ ভালোবাসা, বেহাগ ও বসন্ত দিনের গল্প, বকুল সই, ডাইরীর পাতা ইত্যাদি এবং অনেক ছোট গল্প। তিনি ম্যগাজিনেও নিয়মিত লিখালিখি করেন।

শাহানাজ শারমীন এর বইসমূহ