Loading...
শেখ সাদী মারজান
লেখকের জীবনী
শেখ সাদী মারজান (Sheikh Shadi Marjan)

শেখ সাদী মারজান এর পৈত্রিক নিবাস ফরিদপুর সদর উপজেলায়। ইংরেজী সাহিত্যে স্নাতক (সম্মান) করেছেন। কবিতার প্রতি গভীর ভাললাগা থেকেই আবৃত্তিচর্চায় মনোনিবেশ। বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফার হাত ধরে সাংগঠনিক আবৃত্তিচর্চা শুরু হয়েছিল। পরবর্তীতে সান্নিধ্য পেয়েছেন আবৃত্তিকার মেহেদী হাসানসহ দুই বাংলার আরো অনেক গুনী আবৃত্তিশিল্পীর। কবিতা ও আবৃত্তির জন্য ছুটে বেড়ান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রকাশিত কাব্যগ্রন্থঃ আলোর বিলাপ আঁধারের হাসি (২০১৮), রক্তমাখা প্রিয় বসন্ত (২০১৯), স্বপ্নগুলো হারিয়ে যায় (২০২০)। প্রকাশিত আবৃত্তি এ্যালবাম ৩টি। কবিতা আবৃত্তি-উপস্থাপনার পাশাপাশি বাচিক শিল্পের বিভিন্ন শাখায় নিয়মিত কাজ করছেন। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজী ভাষায়ও সাহিত্যচর্চা করছেন।