Loading...
রওশন আরা খানম
লেখকের জীবনী
রওশন আরা খানম (Roushan Ara Khanom)

রওশন আরা খানম। জন্ম ১৯২৯ সালে, কিশােরগঞ্জ জেলার। তাড়াইল থানাধীন জাওয়ার গ্রামে, মামাবাড়িতে। পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। বাবা মৌলভি মাে. আবদুস সালাম ও মা মােছা. ফাছিহা খানম। স্বামী আবদুল বারী ছিলেন ব্যবসায়ী। ছয় পুত্র ও এক কন্যাসন্তানের মা হিসেবে বিরাট সংসারের দায়িত্ব পালন ও সন্তানদের মানুষ করেও তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) হন। সমাজসেবা ও পত্রপত্রিকায় লেখালেখি করতেন। ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সক্রিয় সদস্য। মুক্তিযুদ্ধে শহীদ বদিউল আলম বীর বিক্রম ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র, যাকে নিয়ে মূলত এই বই। মৃত্যু ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর।

রওশন আরা খানম এর বইসমূহ