Loading...
হোসাইন নূর
লেখকের জীবনী
হোসাইন নূর (Hossain Noor)

হোসাইন নূর একজন প্রতিভাবান ছড়াকার ও গীতিকার। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৪ সালের ২১ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ছড়া দিয়ে লেখালেখির জীবন শুরু। নিয়মিত ছড়া ও গল্প লিখেছেন বিভিন্ন ম্যাগাজিন, আঞ্চলিক ও জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়। ২০১৮ সালে প্রকাশিত হয় লেখকের প্রথম ছড়াগ্রন্থ 'ছন্দমেলা সারাবেলা'। পাশাপাশি তিনি মনোনিবেশ করেন ইসলামি সঙ্গীত লেখায়। তাঁর লেখা প্রকাশিত সঙ্গীতের সংখ্যা ৩০০+। ইসলামি সঙ্গীতের সেরা প্ল্যাটফর্ম হলিটিউন, হ্যাভেন টিউন, টিউন হাট সহ বিভিন্ন সোস্যাল প্ল্যাটফর্মে যেগুলো কোটি কোটি মানুষের ভালোবাসা কুড়িয়েছে। গুণী এ লেখক পড়াশোনা করেছেন স্থাপত্যবিদ্যা নিয়ে। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

হোসাইন নূর এর বইসমূহ