Loading...
ফকির আবদুর রাজ্জাক
লেখকের জীবনী
ফকির আবদুর রাজ্জাক (Fokir Abdur Razzak)

ফকীর আবদুর রাজ্জাক, মূলত ও সাংবাদিক ও কলামিস্ট। রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা ছিল। বাংলার বাণী দৈনিক হিসেবে প্রকাশিত হবার প্রথম দিন ২১ ফেব্রুয়ারি '৭২ থেকেই সহকারি সম্পাদক হিসেবে তাতে যােগ দেন। স্বাভাবিক কারণেই সম্পাদক ও যুব নেতা শেখ মণিকে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং বুঝতে চেষ্টা করেছেন। শেখ মণির মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার অসংখ্য স্মৃতি-ঘটনা জানা রয়েছে সম্পাদকের। এ সম্পর্কিত তার স্মৃতিচারণমূলক বই শেখ ফজলুল হক মণি’ অনন্য রাজনীতির প্রতিকৃতি ২০১০-এ আগামী প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে। ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলার বাণী বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিনি সিনিয়র সহকারি সম্পাদক ও ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে গত দশ বছর তিনি দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্র পত্রিকায় ফ্রীল্যান্স কলামিস্ট হিসেবে কাজ করে চলেছেন। বিমল কর অধুনালুপ্ত বাংলার বাণীর সহকারি সম্পাদক হিসেবে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কলাম লেখেন। সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের সাথেই তার জীবন আবর্তিত। তিনি নরসিংদী জেলার অধিবাসী ।