Loading...
শফিক সিদ্দিক
লেখকের জীবনী
শফিক সিদ্দিক (Sofiq Siddique)

ড: শফিক সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) এবং এম.কম পাশ করে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৬ সালে উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন করেন। সেখানকার সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৭৭ সালে শেখ রেহানার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৯৮৫ সালে যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে দেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষকতা শুরু করেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় লিয়েনে ব্রুনাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যােগদান করেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি ১৯৯১ সনের অক্টোবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাজনিত ছুটিতে আছেন। ড: শফিক সিদ্দিকের বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও ফোরামে অংশগ্রহণ করেছেন। ড: শফিক সিদ্দিক ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সভাপতি ও বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাষ্টের সাধারণ সম্পাদক। এছাড়া লেখক বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সাথেও জড়িত। লেখকের স্মৃতিচারণমূলক প্রথম গ্রন্থ “তােমাদের ভালােবাসা। ফিরিয়ে এনেছে মােরে’ সুধীজনের নিকট প্রশংসিত হয়েছে। লেখকের স্মৃতিচারণমূলক দ্বিতীয় গ্রন্থ ‘দিনগুলি মাের সােনার খাঁচায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।