Loading...
ড. মোঃ জাকারিয়া
লেখকের জীবনী
ড. মোঃ জাকারিয়া (Dr. Md. Jakaria)

ডাঃ মোঃ জাকারিয়ার জন্ম ৭ শ্রাবণ, ২২ জুলাই ১৯৪৯, বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠির সোহাগদল গ্রামের নানা বাড়িতে । পৈত্রিক নিবাস একই উপজেলার নান্দুহার গ্রাম । পিতা- মোঃ তোরাব হোসেন, মাতা- লায়লা বেগমের দ্বিতীয় সন্তান এবং প্রথম পুত্র । বাবার সরকারি চাকরি সুবাদে পরিবার বিভিন্ন স্থান ঘুরে বরিশাল শহরে নুতন বাড়ি করে থিতু হয় । সঙ্গত কারণে কাঠালিয়া, মঠবাড়িয়া প্রাইমারী স্কুল শেষে পিরোজপুর সরকারি হাই স্কুল, বরিশাল সরকারি বি.এম কলেজ শেষে ১৯৬৮ সালে বরিশাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন । স্কুল কলেজের বার্ষিক ম্যাগাজিনে নিজ লেখা গল্প ছাপানো দেখে উৎসাহ বাড়ে, ছড়া-কবিতা লেখাও বাড়ে । ডাক্তারি কর্ম জীবনে ১৯৮২ সালে নাক, কান, গলা বিশেষজ্ঞ হওয়ার পরে দেশে এবং বিদেশেও (লিবিয়া এবং সৌদী আরবে) কাজ করেন । দেশে ফিরে বেসরকারি মেডিকেল কলেজ হলি ফ্যামিলি ও কমিউনিটি হাসপাতাল শেষে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সাথে সংযুক্ত আছেন । স্ত্রী হাবিবা বেগম মনিরা ও ছেলে রেদোয়ান জাকারিয়া, ডাঃ রুশদান জাকারিয়া এবং মেয়ে তাসমিয়া জাকারিয়া ।